বগুড়ার সোনাতলা উপজেলায় ফেসবুক মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে এসএসসি পরীক্ষার্থীদের নকল সরবরাহের দায়ে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার সময় সোনাতলা উপজেলার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার যুবক উপজেলার ছাতিয়ানতলা গ্রামের ছায়েদ মণ্ডলের ছেলে হৃদয় আহম্মেদ। আটকের পর তাকে থানা পুলিশে হস্তান্তর করা হয়।
জানা যায়, সোনাতলা উপজেলা নির্বাহী অফিসার সাঈদা পারভীন ও সহকারী কমিশনার (ভূমি) কুরশিয়া আক্তার সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করতে যান। বিদ্যালয়ে প্রবেশের মুখে আটক হৃদয় মেসেঞ্জারের মাধ্যমে কিছু একটা করছিল বলে সন্দেহ। পরে পরীক্ষা কেন্দ্রের পাশে হওয়ার কারণে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন।এক পর্যায়ে তার মোবাইল ফোনের ফেসবুক মেসেঞ্জার চেক করলে নকল সরবরাহের বিষয়টি ফাঁস হয়ে যায়। আটক যুবক মেসেঞ্জারের মাধ্যমে দুই পরীক্ষার্থীকে নকল সরবরাহ করে আসছিল। ঘটনার সত্যতা পাওয়ায় ওই কেন্দ্র থেকে ২ পরীক্ষার্থীকে মুঠোফোন ব্যবহারের দায়ে বহিষ্কার করা হয়।
বহিষ্কার হওয়া শিক্ষার্থীরা সোনাতলা আব্দুল মান্নান বালিকা উচ্চ বিদ্যালয়ের আফরিনা জাহান ও ভিকনের পাড়া উচ্চ বিদ্যালয়ের কুমারী শ্রাবন্তী রানী। আটক হৃদয় আহম্মেদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের হয়েছে।
সোনাতলা উপজেলা নির্বাহী অফিসার সাঈদা পারভীন জানান, ওই কেন্দ্রের এসএসসি পরীক্ষার্থীকে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে নকল সরবরাহের দায়ে এক যুবককে গ্রেফতার করা হয়েছে এবং দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
বিডি প্রতিদিন/এমআই