সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরে স্ত্রীর প্রতি অভিমান করে আম গাছে ফাঁস দিয়ে করিম (২৫) নামে এক যুবকের আত্মহত্যার ঘটনা উঠেছে। সোমবার রাতে উপজেলার এনায়েতপুর থানাধীন আজুগড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত ভ্যানচালক করিম ওই এলাকার আক্কাস আলীর ছেলে।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান জানান, করিম পেশায় ভ্যানচালক ছিলো। কিছুদিন আগে তার ভ্যানের ব্যাটারি নষ্ট হয়ে যাওয়ায় করিম তার স্ত্রীর কাছে নতুন ব্যাটারি কেনার জন্য কিছু টাকা চায়। এতে স্ত্রী অসম্মতি জানিয়ে ছেলে-মেয়েকে রেখে তার বাপের বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চলে যায়। এঘটনার কিছুদিন পরে সোমবার রাতে আম গাছের ডালে ফাঁস লাগিয়ে করিম আত্মহত্যা করে। ওসি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ওই যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম