শরীয়তপুর জেলার ঠান্ডাবাজার সংলগ্ন মেঘনা নদীতে চলন্ত যাত্রীবাহী লঞ্চ থেকে পড়ে নিখোঁজ এক নারীকে ১০ ঘণ্টা পর জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।
বৃহস্পতিবার দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, বুধবার রাত ১১ টা ৩০ মিনিটের দিকে শরীয়তপুর জেলার কোদালপুর সংলগ্ন ঠান্ডাবাজার এলাকায় গোশাইরহাট থেকে ছেড়ে আসা ঢাকা গামী যাত্রীবাহী লঞ্চ থেকে চলন্ত অবস্থায় জোহরা বেগম(৩৮) নামের এক নারী নদীতে পড়ে যায়। পরবর্তীতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-হতে খবর পেয়ে বাংলাদেশ কোস্ট গার্ড আউটপোস্ট হাইমচর কর্তৃক অদ্ধার অভিযান (সার্চ এ্যান্ড রেসকিউ অপারেসন্স) পরিচালনা করা হয়। দীর্ঘ ১০ ঘণ্টা অভিযান পরিচালনা করে আজ সকাল ৯টা ৩০ মিনিটে নদীর পাড় থেকে নিখোঁজ জোহরা বেগমকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়।গোসাইরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম শিকদার বলেন, লঞ্চ থেকে পড়ে যাওয়া নারী একটি চরে আটকে ছিল। তিনি বর্তমানে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। জহুরা বেগম জানিয়েছেন, তিনি পানের সাথে সুপারি-জর্দা বেশি খাওয়ার কারণে মাথা ঘুরে নদীতে পড়ে যান। পড়ে যাওয়ার সময় তার স্বামী জহিরুল ও সন্তান ঘুমিয়ে ছিলেন। পরবর্তীতে তারা জানতে পেরে সবাইকে জানালে বিষয়টি জানাজানি হয়। জহুরা বেগম স্বামী জহিরুলের সাথে গোসাইরহাটের কুচাইপট্টিতে বেড়াতে এসেছিল। তারা নারায়ণগঞ্জে বসবাস করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন