শিরোনাম
৬ মে, ২০২৩ ১৯:৪৩

নিখোঁজ ভ্যান চালকের মরদেহ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি:

নিখোঁজ ভ্যান চালকের মরদেহ উদ্ধার

মোংলা-ঘোষিয়াখালী বঙ্গবন্ধু চ্যানেলে ঝাঁপ দিয়ে নিখোঁজ ভ্যান চালক আবু হানিফের (৩৫) মরদেহ ২৮ ঘন্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কমীরা। বাগেরহাটের রামপালের বগুড়া পয়েন্টে বঙ্গবন্ধু চ্যানেলে বৃহস্পতিবার রাত তিনটার দিকে ঝাঁপ নিখোঁজের পর শুক্রবার সকাল থেকে পুলিশসহ রামপল ও খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান শুরু করে। 

শনিবার সকাল ৭টার দিকে বঙ্গবন্ধু চ্যানেলের বগুড়া পয়েন্টে ভ্যান চালক আবু হানিফের মহদেহ ভেসে উঠলে ফায়ার সার্ভিসের কমীরা উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলার ওড়াবুনিয়া গ্রামের ইলিয়াস শেখের ছেলে ভ্যান চালক আবু হানিফ বঙ্গবন্ধু চ্যানেলে ডুবে নিখোঁজের ২৮ ঘন্টা পর ভ্যান চালক আবু হানিফের (৩৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। ছেলে হানিফ মানুষিক ভারসাম্যহীন ছিল বলে তার বাবা ইলিয়াস শেখ থানায় লিখিত আবেদন করায় ময়না তদন্ত ছাড়াই মরদেহ করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 


বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর