বরগুনার পলিটেকনিক ইনিস্টিটিউটের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা শিক্ষকদের নিয়মিত পাঠদানের দাবিতে আজ সকাল ১০টা থেকে পলিটেকনিক ইনিস্টিটিউট সংলগ্ন সড়ক অবরোধ করে মানববন্ধন ও সমাবেশ করে।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, প্রধানমন্ত্রীর অনুমোদিত অনুশাসনের আলোকে ৭৭৭ জন শিক্ষকের চাকুরি রাজস্ব খাতে স্থানান্তর না করাসহ শিক্ষকদের ৩৪ মাসের বেতন বকেয়া রয়েছে। এজন্য শিক্ষকরা দীর্ঘদিন পাঠদানে বিরত থাকায় আমাদের ক্লাসসহ অভ্যন্তরীণ পরীক্ষা ব্যাহত হচ্ছে। আমাদের শিক্ষকদের ন্যায়সঙ্গত দাবি মেনে না নিলে আমরা পাঠদান থেকে বঞ্চিত হচ্ছি।
সমাবেশে বক্তব্য রাখেন পলিটেকনিক শিক্ষার্থী মুশফিক হোসেন, খায়রুল ইসলাম সাগর, সুমাইয়া, অহনা, স্বর্ণা, জান্নাতুলসহ অন্য শিক্ষার্থীরা।বিডি প্রতিদিন/এএ