৭ মে, ২০২৩ ১৩:৩১

কুমিল্লায় যুবলীগ নেতা হত্যা মামলায় তিনজন গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় যুবলীগ নেতা হত্যা মামলায় তিনজন গ্রেফতার

কুমিল্লায় যুবলীগ নেতা জামাল হোসেনকে গুলিতে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে র‍্যাব।

রবিবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব- ১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর মোহাম্মদ পাশা। গ্রেফতারা হলেন- মামলার ৩ নম্বর আসামি ইসমাইল হোসেন (৩৬), ৪ নম্বর সোহেল শিকদার (৪৬), ৭ নম্বর মো. শাহ আলম (৩৮)।

র‍্যাবের এ কর্মকর্তা জানান, এজাহারে যাদের নাম তাদের মধ্যে পাঁচজন বিদেশে পলাতক রয়েছেন। তাদের মধ্যে বহুদিনের অন্তদ্বন্দ্ব ছিল। তবে গ্রেফতাররা কেউ ঘটনার সাথে সম্পৃক্ততার কথা শিকার করে বক্তব্য দেননি। যারা গুলি করেছেন, তাদের শনাক্ত করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে তাদের নাম বলা যাচ্ছে না।

প্রসঙ্গত, রবিবার (৩০ এপ্রিল)  রাত ৮টার দিকে কুমিল্লার দাউদকান্দির গৌরিপুর বাজারে হত্যা করা হয় জেলার তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জামাল হোসেনকে। তিনজন বোরকা পরিহিত ব্যক্তি তাকে গুলি করে হত্যা করেন। জামাল হোসেন তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের ফজলুল হকের ছেলে। তিতাস উপজেলা বাড়ি হলেও তিনি ব্যবসা করতেন পাশের দাউদকান্দি উপজেলার গৌরিপুর বাজারে। বাজারের পাশে ভাড়া বাসায় থাকতেন তিনি। এর আগেও তিতাস উপজেলায় রাজনৈতিক ও আধিপত্য বিস্তারের জেরে তিতাস এবং দাউদকান্দির গৌরিপুর বাজারে পৃথক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়দের ধারণা, সবগুলো হত্যাকাণ্ডের ঘটনায় যোগসূত্র রয়েছে।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর