মানিকগঞ্জে নকল ও অবৈধ প্রসাধনী বিক্রয়ের অপরাধে দুই ব্যবসায়ীকে বিশ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার দুপুরে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রমেল সদর উপজেলার কাটিগ্রাম বাজারে অভিযান চালিয়ে তাদের এই জরিমানা করেন।
আসাদুজ্জামান রুমেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার কাটিগ্রাম বাজারে অভিযান পরিচালনা করা হয়। এসময় হাজারী ফ্যাশন ও রিয়ান ফ্যাশন নামের দুটি দোকনে নকল ও অবৈধ প্রসাধনী বিক্রয়ের প্রমাণ পেলে ওই দুটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।বিডি প্রতিদিন/হিমেল