৮ মে, ২০২৩ ২০:০১

ছেলেকে হত্যার ঘটনায় বাবা গ্রেফতার

খায়রুল ইসলাম, গাজীপুর:

ছেলেকে হত্যার ঘটনায় বাবা গ্রেফতার

গাজীপুরে মাদকাসক্ত ছেলেকে খুনের ঘটনায় বাবাকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেফতারকৃতের নাম মো. ওমর ফারুক ওরফে সবুজ (৬০)। তিনি নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানার কানুহারী এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে। 

রবিবার রাতে নেত্রকোনার জেলার কেন্দুয়া থানাধীন কান্দুরা এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। 

মামলার তদন্তাকারী কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক মো: হাফিজুর রহমান জানান, মামলার বাদী নিহতের মা মোছা দিলুয়ারা আক্তার ওরফে আঙ্গুরা স্বপরিবারে গাজীপুরের জয়দেবপুর থানাধীন বানিয়ারচালা উত্তরপাড়া এলাকায় ভাড়ায় থাকতেন। তার বড় ছেলে আশরাফুল আলম (৩৩) একজন উচ্ছৃঙ্খল প্রকৃতির লোক। সে ৭-৮টি বিয়ে করেছে। সব সময় নেশা জাতীয় দ্রব্য সেবন করে বাসায় এসে পুনরায় নেশা করার জন্য মা-বাবার কাছে টাকা-পয়সা দাবী করতো। টাকা পয়সা না দিলে বাবা-মাকে প্রায় সময়ই শারীরিক ও মানসিক ভাবে অত্যাচার নির্যাতন করে আসছিল। এমতাবস্থায় গত ৫ মে রাত সাড়ে আটটার দিকে ছেলে আশরাফুল আলম স্থানীয় বাজার হতে একটি ধারালো চাপাতি কিনে আনে। বাসায় এসে শ্বশুর বাড়ি যাওয়ার জন্য তার বাবার কাছে সাত হাজার টাকা দাবি করে। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে চাপাতি দিয়ে মা ও বাবাকে খুন করার হুমকি দেয়। ৬ মে শনিবার রাত সাড়ে তিনটার দিকে নিহতের মা তার স্বামীকে ফোন করে দ্রুত ঘরের বাইরে আসতে বলে। পরে স্ত্রীকে নিয়ে তারা গাজীপুর সদর উপজেলার শিরিরচালা বাঘেরবাজার বাস স্ট্যান্ডে যায়। সেখানে তার স্ত্রীকে জানায়, সে তার ছেলেকে চাপাতি দিয়ে জবাই করে হত্যা করেছে। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। 

এ ঘটনায় নিহতের মা দিলুয়ারা আক্তার ওরফে আঙ্গুরা বাদী হয়ে স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলাটি পিবিআই ছায়া তদন্ত শুরু করে। পরে অভিযান চালিয়ে অভিযুক্ত পিতাকে পিবিআই গ্রেফতার করে। 

পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ মাকছুদের রহমান বলেন, ঘটনায় জড়িত এজাহারনামীয় একমাত্র আসামি ওমর ফারুক ওরফে সবুজ ও ভিকটিম আশরাফুল সম্পর্কে পিতা-পুত্র। মাদকাসক্ত ছেলের অত্যাচার নির্যাতন সইতে না পেরে ক্ষোভে পিতা তার সন্তানকে গলা কেটে হত্যা করেছে। 

বিডি প্রতিদিন/এএম

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর