বরগুনা জেলা প্রশাসনের সহযোগিতায় ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্টোক, প্যারালাইজডসহ জটিল রোগে আক্রান্ত ৫৪ জনের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
সোমবার বিকেলে জেলা প্রশাসনের ‘সুবর্ণজয়ন্তী মিলনায়তনে’ ৫৪ জনকে মোট ২৭ লাখ টাকার চেক বিতরণ করে সমাজসেবা বিভাগ।
জেলা প্রশাসক হাবিবুর রহমানের সভাপতিত্বে চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। আলোচনায় অংশ নেন উপ-পরিচালক সমাজসেবা শহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা আ. মোতালেব মৃধা ও সমাজসেবা কর্মকর্তা ইউসুফ হোসেন।
বিডি প্রতিদিন/এমআই