পটুয়াখালীর কলাপাড়ায় দুর্যোগ সচেতনতামূলক মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে। এতে দুর্যোগের পূর্বে, চলাকালীন ও পরবর্তী পর্যায় করণীয় চিত্র ফুটিয়ে তোলা হয়।
সোমবার বিকাল ৫ টায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ মাঠে বেসরকারী স্বেচ্ছাসেবী আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা গুড নেইবারস জাপান মোফা ডি আর আর প্রজেক্ট এ মাঠ মহড়ার আয়োজন করে। সচেতনতা মূলক মাঠ মহড়ার উদ্বোধন ষোষনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো.জাহাঙ্গীর হোসেন। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.বাবুল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তি যোদ্ধা এস এম রাকিবুল আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা, গুড নেইবারস জাপান প্রতিনিধি প্রজেক্ট সুপারভাইজার ইউকিকো, প্রজেক্ট সাপোর্ট অফিসার মাতসুমুতুমারি, প্রোগ্রাম ম্যানেজার মাসাহিকো ইয়োদা, প্রোগ্রাম ম্যানেজার তাকেশিমরি, প্রজেক্ট কোঅর্ডিনেটর দীপক কুমার দাশ।
এছাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হুমায়ুন কবির, সহকারী পরিচালক সিপিপি আসাদুজ্জামান খাঁন, উপজেলা সিপিপি টিম লিডার মো. মোতালেব হোসেন, ইউনিয়ন সিপিপি টিম লিডার মো. সোরাফসহ নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নীলগঞ্জ ইউনিয়নের ২১টি গ্রাম দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
দুর্যোগ সচেতনতামূলক মাঠ মহড়া শেষে নীলগঞ্জ ইউনিয়নের ১৯টি গ্রাম দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির (ভিডিএমসি) ১৭১ জন সদস্যদের মাঝে দুর্যোগের সহায়ক সামগ্রী হিসেবে প্রত্যেকটি কমিটিকে ৯টি করে লাইফ জ্যাকেট, ৯ জোড়া করে গাম বুট, ৯টি করে বাশি, ২টি করে মেগা ফোন ও ১টি করে রেডিও বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল