নানা আয়োজনের মধ্য দিয়ে দিনাজপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার সকাল ৮টায় জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ দিনাজপুর ও জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে এবং জেলা প্রশাসন দিনাজপুরের সহযোগিতায় জেলা শিল্পকলা একাডেমি গোল চত্বরে প্রভাতী অনুষ্ঠান শুরু হয়।
এতে রবীন্দ্র সঙ্গীত শিল্পী সুমন কান্তি রায়, বিমান দাসের নেতৃত্বে রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করেন রাইসা তাসমিন, বর্নমালা ইসলাম প্রজ্ঞা, কংকন নাগ, স্বার্না রায় ও ডাল মোহন রায় প্রমুখ। তবলায় ছিলেন রানা পন্ডিত, টংক নাথ রায়, কি বোর্ডে ছিলেন সুজন। রবীন্দ্রনাথকে নিয়ে লিখা একটি কবিতা পাঠ করেন কবি ও সাহিত্যিক জলিল আহমেদ।
জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি রবিউল আউয়াল খোকার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক প্রদীপ ঘোষ। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা, সাংগঠনিক সম্পাদক রায়হান কবির সোহাগ, সাংস্কৃতিক জোট দিনাজপুরের সভাপতি সুলতান কামাল উদ্দিন বাচ্চু, সাধারণ সম্পাদক রহমতউল্লাহ রহমত, জেলা কালচারাল অফিসার মিন আরা পারভীন ডালিয়া, বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, ডা. শহিদুল ইসলাম খান, মো. শফিকুল ইসলাম, রাজিউদ্দিন চৌধুরী ডাবলু, শফিকুল হক ছুটু, তারেকুজ্জামান তারেক, নুরুল মতিন সৈকত ও সত্য ঘোষ প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই