কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্মজয়ন্তী উপলক্ষে কবির স্মৃতি বিজড়িত সিরাজগঞ্জের শাহজাদপুরের কাছারিবাড়িতে শুরু হয়েছে তিন দিনব্যাপী উৎসব। সোমবার সকালে এ উৎসবের উদ্বোধন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু।
এসময় জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে শুরু হয় আলোচনা সভা। এতে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় এমপি মেরিনা জাহান কবিতা। এরপর কাছারীবাড়ি অডিটোরিয়ামে উদ্বোধনী সংগীত পরিবেশন করেন উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পীরা। এছাড়াও জেলা ও উপজেলার বিভিন্ন সংগঠনের শিল্পীরা দলীয় সংগীত, নৃত্য, আবৃতি, প্রবন্ধ পাঠ, জীবনী ভিত্তিক আলোচনাসহ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। এ উৎসবকে কেন্দ্র করে সকাল থেকেই রবীন্দ্র ভক্তদের মিলন মেলায় পরিণত হয় কাছারিবাড়ি।
প্রসঙ্গত, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৯০ সাল থেকে ১৮৯৭ সাল পর্যন্ত জমিদারি তদারকির জন্য এখানে মাঝে মাঝে আসতেন ও কিছুদিন করে অবস্থান করতেন। তার এই অবস্থানকালে তিনি চিত্রা, চৈতালি, সোনার তরী, নাটক বিসর্জন, ছোট গল্প পোস্ট মাস্টার, ছিন্নপত্র, গানসহ অসংখ্য লেখা এখানে বসে লিখেছেন। তার এই স্মৃতিকে অমর করে ধরে রাখতে এ কাছারিবাড়িতে তার ব্যবহৃত জিনিস ও আসবাবপত্র নিয়ে দ্বিতল ভবনে যাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে।বিডি প্রতিদিন/হিমেল