ফরিদপুরের চরভদ্রাসনে তিন দিনব্যাপী কন্দাল ফসল উন্নয়ন কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার মেলার শুরুতে উপজেলার কৃষকদের নিয়ে র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) লিটন ঢালী। শনিবার (১৩ মে) বিকেলে এ মেলা সমাপ্ত হবে। উদ্বোধন শেষে আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে আলোচনায় অংশ নেন জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক মো. জিয়াউল হক, সহকারী কমিশনার(ভূমি) এস.এম. রাসেল ইসলাম নুর, চরভদ্রাসন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম রেজা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোতালেব হোসেন মোল্যা, মহিলা ভাইস চেয়াম্যান ফরিদা পারভীন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. তোফাজ্জেল হোসেন, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, আদর্শ কৃষক শেখ বায়োজিদ। মেলা উপলক্ষে কৃষকদের মাষে কৃষি উপকরন বিতরন করা হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ