১১ মে, ২০২৩ ১৫:৩৯

বরগুনায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

বরগুনা প্রতিনিধি

বরগুনায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

বরগুনার তালতলীর তারিকাটা স্কুল সংলগ্ন সড়কের পাশ থেকে কৃষক মোঃ সুলতান মুন্সির (৫০) মরদেহ উদ্ধার করেছে আমতলী পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, তালতলী উপজেলার ঝাড়াখালি গ্রামের খালেক মুন্সির ছেলে সুলতান।  প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হালচাষের ট্রলি নিয়ে পটুয়াখালী জেলার দশমিনা থেকে তালতলী যাওয়ার পথে বাহনটি উল্টে গেলে আঘাত পেয়ে তিনি মারা যান। ভোর পাঁচটার দিকে স্কুলের কাছে এসে সুলতানের মরদেহ পড়ে থাকতে দেখে স্বজনদের খবর দেওয়া হয়।

আমতলী থানার ওসি তদন্ত রনজিৎ সরকার বলেন, সুলতানের মরদেহ পরিবারের দাবির প্রেক্ষিতে দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।

অপরদিকে আমতলীতে পটুয়াখালী আমতলী মহাসড়কের আকনবাড়ী নামক স্থানে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা এক মানসিক ভারসাম্যহীন নারী (৫০) মারা গেছেন।

বুধবার দিবাগত রাত ২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে পাঠিয়েছে পুলিশ।

আমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সিদ্দিকুর রহমান বলেন, রাতে টহলরত অবস্থায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা এক ব্যাক্তিকে রাস্তায় ওপরে পরে থাকতে দেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে তিনি মারা যান। তিনি আরও জানান, স্থানীয়রা নিহত পরিচয় সনাক্ত করতে পারেনি। তার পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।

আমতলী থানার ওসি (তদন্ত) রনজিৎ সরকার বলেন বলেন, অজ্ঞাত ব্যক্তির মরদেহ ময়না তদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর