১১ মে, ২০২৩ ১৭:১৮

কক্সবাজারে মাদক মামলায় রোহিঙ্গার যাবজ্জীবন

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারে মাদক মামলায় রোহিঙ্গার যাবজ্জীবন

প্রতীকী ছবি

কক্সবাজারে ইয়াবা পাচার মামলায় ফয়েজ আহমদ নামে এক রোহিঙ্গাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক নিশাত সুলতানা এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামি ফয়েজ আহমেদ উখিয়া উপজেলার বালুখালী ১৮- নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মৃত সিরাজুল ইসলামের ছেলে। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিল আসামি।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফরিদুল আলম। আসামির পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট তাজমিন হুদা চৌধুরী সেতু এবং রাষ্ট্রপক্ষে ছিলেন একই আদালতের এডিশনাল পিপি অ্যাডভোকেট মোজাফফর আহমদ হেলালী।

বিডি প্রতিদিন/এএম

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর