১১ মে, ২০২৩ ১৯:২৪

ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় নোয়াখালীতে সভা

নোয়াখালী প্রতিনিধি:

ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় নোয়াখালীতে সভা

ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবেলায় নোয়াখালীতে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ঘূর্ণিঝড় মোকাবিলায় ৩ লাখ লোক ধারণ ক্ষমতাসম্পন্ন ৪০১টি আশ্রয়ণ কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। সরকারি কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। সভায় জেলায় কর্মরত ভারপ্রাপ্ত পুলিশ সুপার বিজয়া সেন, এলজিইডি নির্বাহী প্রকৌশলী ইকরামুল হক, সিভিল সার্জন মাসুম ইফতেখার সহ বিভিন্ন দফতরের প্রধান, গণমাধ্যমকর্মী, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ প্রত্যেকে ঘূর্ণিঝড় ‘মোখা’ মোবাবেলায় তাদের দপ্তরের প্রস্তুতির কথা তুলে ধরেন।

এ সময় জেলা প্রশাসক জানান, ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে নোয়াখালী জেলা প্রশাসন। সরকারি কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে। নোয়াখালীর উপকূলীয় উপজেলা হাতিয়া, সুবর্ণচর, কবিরহাট ও কোম্পানীগঞ্জ উপজেলাকে দুর্যোগপূর্ণ এলাকা হিসেবে চিহিৃত করেছে। 
ঘূর্ণিঝড় মোকাবিলায় ৩লাখ লোক ধারণ ক্ষমতা সম্পন্ন ৪০১টি আশ্রয়ণ কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। ১০১টি মেডিকেল টিম, ৩শত ৮২ মেট্রিক টন চাল, নগদ ৯ লক্ষ ৯৫ হাজার টাকা, ২৪৩ বান্ডিল ঢেউটিন, পর্যাপ্ত শুকনো খবার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও পর্যাপ্ত সংখ্যক যানবাহন প্রস্তুত রাখা হয়েছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে। সেই সঙ্গে উপকূলে আট হাজার ৩৮০ জন স্বেচ্ছাসেবককে প্রস্তুত রাখা হয়েছে। 

বিডি প্রতিদিন/এএম

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর