১২ মে, ২০২৩ ২০:৩৭

চট্টগ্রামে ইয়াবাসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে ইয়াবাসহ গ্রেফতার ১

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে ২১শ’ ইয়াবাসহ ওমর ফারুক নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার ভোরে নগরীর কোতোয়ালী থানাধীন খাতুনগঞ্জ এলাকায় এ অভিযান চালানো হয়।

গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (বন্দর-পশ্চিম) জোন আলী হোসেন বলেন, শুক্রবার ভোর রাতে অভিযান চালিয়ে ২১০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

তিনি বলেন, গ্রেফতার হওয়া ওমর ফারুক একজন মাদক ব্যবসায়ী। কক্সবাজার থেকে ইয়াবার চালান এনে নগরীর বিভিন্ন এলাকায় বিক্রি করে। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর