মেহেরপুরের মুজিবনগরে এজাহার নামীয় ইউনিয়ন জামায়াতের আমির ও সেক্রেটারিসহ ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ মে) দিবাগত রাত থেকে শুক্রবার (১২ মে) ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মুজিবনগর উপজেলার গোপালপুর গ্রামের মৃত আব্দুল হান্নানের ছেলে মহাজনপুর ইউনিয়ন জামায়তের আমির আব্দুল হামিদ (৬৫), মহাজনপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে ও মহাজনপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মকিদুল ইসলাম (৫৫)।
এছাড়া আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত সিআর ৪৬/২৩ নং মামলার আসামি বল্লভপুর গ্রামের মৃত ফিতাজ উদ্দিন ছেলে সোহরাব উদ্দিন,সোহরাবের ছেলে শরিফ উদ্দিন, মতিন, সি আর ২৩১/২৩ মামলার আসামি বাগোয়ান গ্রামের জসিম উদ্দিন ছেলে দীপন শেখ।
শুক্রবার (১২ মে) গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, এজাহারনামীয় আসামি ইউনিয়স জামাতের আমির ও সেক্রেটারিসহ ৬ জনকে গ্রেপ্তারপূর্বক মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ