ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন পেশেন্ট কেয়ার টেকনোলজি কোর্স সমতাকরণ করায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন, মাগুরা শাখা।
শনিবার সকাল ৯টা থেকে মাগুরা মেডিকেল কলেজের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে মাগুরার বিভিন্ন সরকারি নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন পেশেন্ট কেয়ার টেকনোলজি কোর্স সমতাকরণ তারা মানেন না। তাদের দাবি একটাই কারিগরি মুক্ত নার্স চাই। তাদের এই দাবি না মানা হলে আগামীতে কঠোর আন্দোলনে যাবেন বলে হুঁশিয়ারি দেন তারা্ এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন মাগুরা সরকারি নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী আব্দুল কাদির, মরিয়ম বিভা ও নুরুন্নাহার বেগম।
বিডি প্রতিদিন/কালাম