গাজীপুরের কালিয়াকৈরে চান্দরা মন্ডল পাড়া এলাকায় এক শিশুকে (৫) যৌন নির্যাতন করার অভিযোগে আকবর আলীকে (৫২) গ্রেফতার করেছে পুলিশ।
আকবর রাজশাহী জেলার মোহনপুর থানার মহব্বতপুর এলাকার মৃত আজাহারে ছেলে। কালিয়াকৈরের চান্দরা মন্ডল পাড়ার বারেক মন্ডলের বাসার ভাড়াটিয়া সে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলা চান্দরা মন্ডল পাড়া এলাকায় আলী আকবর শুক্রবার সন্ধ্যায় গজারি বনের ভিতরে নিয়ে ওই শিশুটিকে যৌন নির্যাতন করেন। শিশুটির চিৎকারে এলাকার লোকজন এগিয়ে এলে দৌড়ে পালায় আকবর। পরে শিশু তার মায়ের কাছে গিয়ে বিষয়টি বলে। এ ঘটনায় শিশুটির বাবা কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ শনিবার ভোর রাতে অভিযান চালিয়ে আকবরকে গ্রেফতার করে। শনিবার দুপুরে আসামিকে গাজীপুর জেল হাজতে পাঠানো হয়।
কালিয়াকৈর থানার তদন্ত ওসি আবুল বাশার জানান, যৌন নিপীড়নের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আসামিকে শনিবার দুপুরে গাজীপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল