কক্সবাজারের টেকনাফে বিদেশী মদ ও বিয়ারসহ নুরুল কায়েস (২০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব। কক্সবাজার র্যাব-১৫, অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শুক্রবার রাতে র্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানাধীন শাহপরীর দ্বীপ নামক এলাকায় একটি অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা করার সময় একজন মাদক ব্যবসায়ী কৌশলে পালানোর চেষ্টাকালে র্যাবের আভিযানিক দলের কাছে ধৃত হয়। উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির হেফাজতে থাকা প্লাস্টিকের বস্তা থেকে সর্বমোট ৪৬ বোতল বিদেশী মদ এবং ৩ বোতল বিদেশী বিয়ার উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তির পরিচয় উপজেলার সাবরাং ইউনিয়নের ৯নং ওয়ার্ড
শাহপরীর দ্বীপ জালিয়াপাড়ার নুরুল ইসলামের ছেলে।
তিনি আরো জানান, উদ্ধারকৃত বিদেশী মদ ও বিয়ারসহ ধৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম