১৪ মে, ২০২৩ ১৮:১৩

শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ রেল সড়কে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। 

আজ ভোরে উপজেলার বরমী ইউনিয়নের মাইঝপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আকরাম হোসেন (৩০) বরমী ইউনিয়নের নিমাইচালা গ্রামের আফির উদ্দিনের ছেলে। সে মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, আকরাম মানসিক ভারসাম্যহীন ছিলেন। সকালে মাইঝপাড়া এলাকায় খণ্ডিত মরদেহ দেখে রেলওয়ে পুলিশকে খবর দেয়া হয়। লাশটি একাধিক টুকরো হয়ে রেললাইনের পাশে পড়েছিল। 

শ্রীপুর রেলওয়ে স্টেশন কর্মকর্তা শামীমা আক্তার জানান, শ্রীপুর উপজেলার বরমী মাইঝপাড়া রেলক্রসিং থেকে একটু সামনে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যুর খবর পাই। সংবাদ পেয়ে রেলওয়ে পুলিশকে খবর দেয়া হয়েছে। পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়। তবে কোন ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে তা তিনি নিশ্চিত করে বলতে পারেননি।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর