১৯ মে, ২০২৩ ১৮:১৪

ভাঙ্গায় হত্যাকাণ্ডের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ভাঙ্গা (ফরিদপুর ) প্রতিনিধি

ভাঙ্গায় হত্যাকাণ্ডের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

মানববন্ধন করে এলাকাবাসী

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগি ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হাতে নিহত আলমগীর মাতুব্বর (৫৫) হত্যাকাণ্ডের প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি করেছে। শুক্রবার সকাল দশটার দিকে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের ছোটখারদিয়া গ্রামে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। 

মানববন্ধনে নিহত আলমগীর মাতুব্বরের স্ত্রী বিলকিস বেগম বলেন, আমার স্বামীকে কাওসার মাতুব্বর, শানু মাতবরসহ যারা মেরে ফেলেছে আমি তাদের সবার ফাঁসি চাই। আমি ৫৭ জনের নামে বাদী হয়ে মামলা করেছি‌।

এ মামলায় মাত্র দুইজন আসামি আটক হয়েছে। দ্রুত অন্যান্য আসামিদের গ্রেফতারের দাবি জানান তিনি।

নিহত আলমগীর মাতুব্বরের ভাই কাওসার বলেন, আমার ভাইকে এলাকার লাঠিয়াল বাহিনীসহ যারা হত্যা করেছে তাদের দ্রুত বিচারের আওতায় আনার জন্য দাবি জানাচ্ছি। 

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়ারুল ইসলাম বলেন, আলমগীর মাতুব্বর মারা যাওয়ার পরদিন (১৪ মে) সোমবার তার স্ত্রী বাদী হয়ে ৫৭ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করে হত্যা মামলা করেছে। পুলিশ এ পর্যন্ত দুইজনকে গ্রেফতার করেছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর