বরিশালের গৌরনদীতে একটি মার্কেটের নৈশ প্রহরীর বাড়ি থেকে বিভিন্ন ধরনের কাপড় উদ্ধার করেছে পুলিশ। মার্কেটের এক দোকান মালিকের মামলা দায়েরের প্রেক্ষিতে পুলিশ শুক্রবার সকালে বাসুদেবপাড়া গ্রামে অভিযান চালিয়ে এই কাপড় উদ্ধার এবং নৈশ প্রহরীর ছেলেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত অমিত হাসান রায়হান (১৯) গৌরনদী প্লাজা ও শপিংমলের নৈশ প্রহরী শুক্কুর জমদ্দারের ছেলে।
মামলার তদন্ত কর্মকর্তা গৌরনদী থানার উপ-পরিদর্শক কামাল হোসেন জানান, গৌরনদী প্লাজা ও শপিংমলের নৈশ প্রহরী শুকুর বিভিন্ন সময়ে রাতের আঁধারে রতন ক্লোথ স্টোর থেকে ২৭ লাখ টাকার কাপড় চুরি করে। দোকান মালিক টের পেয়ে থানায় অভিযোগ করলে পুলিশ সকালে শুক্কুর জমাদ্দারের বাড়ি অভিযান চালায়। এ সময় ওই বাড়ি থেকে বিভিন্ন ধরনের কাপড় উদ্ধার এবং শুক্কুরের ছেলে অমিত হাসান রায়হানকে গ্রেফতার করে।
রায়হানকে দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে জানান কামাল হোসেন।বিডি প্রতিদিন/এএ