২০ মে, ২০২৩ ১৪:২১

প্রধান শিক্ষককে চড়-থাপ্পড় মারার অভিযোগ স্কুল সভাপতির বিরুদ্ধে

ঝিনাইদহ প্রতিনিধি

প্রধান শিক্ষককে চড়-থাপ্পড় মারার অভিযোগ স্কুল সভাপতির বিরুদ্ধে

ঝিনাইদহের শৈলকূপায় এক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে চড়-থাপ্পড় মারার অভিযোগ উঠেছে পরিচালনা কমিটির সভাপতির বিরুদ্ধে। এ ঘটনায় ন্যায়বিচার চেয়ে বিক্ষোভ মিছিল করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। গত বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আবাইপুর রামসুন্দর মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

লিখিত অভিযোগে জানা যায়, বিদ্যালয় পরিচালনা কমিটির খসড়া ভোটার তালিকা প্রকাশ নিয়ে বিরোধ চলে আসছিল প্রধান শিক্ষক ফয়জুর রহমান ও অ্যাডহোক কমিটির সভাপতি শহিদুল ইসলামের সাথে। সর্বশেষ গত বৃহস্পতিবার দুপুরে সভাপতি শহিদুল ইসলাম বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষকের সাথে বাগ-বিতণ্ডায় জড়ান। এক পর্যায়ে প্রধান শিক্ষককে এলোপাতাড়ি চড় থাপ্পড় মারতে থাকে।

পরে বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা এসে পরিস্থিতি শান্ত করে। এদিকে প্রধান শিক্ষককে চড়-থাপ্পড় মারার ঘটনা শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে পড়লে তারা ক্ষুদ্ধ হয়ে দায়ী সভাপতির বিচারের দাবিতে বিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

ভুক্তভোগী আবাইপুর রামসুন্দর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়জুর রহমান জানান, দুপুরে হঠাৎ অ্যাডহক কমিটির সভাপতি শাহিদুল ইসলাম স্কুলে এসে গালিগালাজ করতে থাকে। সেসময় আমি তাকে শান্ত করতে গেলে তিনি উত্তেজিত হয়ে আমাকে চড় থাপ্পড় মারেন। পরে জুতা খুলে মারতে গেলে সহকর্মীরা এসে আমাকে রক্ষা করে। আমি এ ঘটনায় সুষ্ঠু বিচার দাবি করছি।

তবে অভিযোগ অস্বীকার করে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহিদুল ইসলাম জানান, প্রধান শিক্ষককে আমি কোনো আঘাত করিনি। এটা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ।

স্থানীয় হাটফাজিলপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক মোল্লা তৌহিদুল ইসলাম জানান, শিক্ষার্থীদের আন্দোলনের খবর শুনে ঘটনাস্থলে যাই। পরে তাদের শান্ত করে স্কুলে ফিরিয়ে দেওয়া হয়।

শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় লিখিত একটি অভিযোগ পেয়েছি। পরিস্থিতি শান্ত রাখতে ওই এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।

এ ব্যাপারে শৈলকূপা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী জানান, আবাইপুর রামসুন্দর মাধ্যমিক বিদ্যালয়ের বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর