বাগেরহাটের চিতলমারী উপজেলা থেকে এক কেজি গাঁজাসহ মিন্টু বিশ্বাস (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে উপজেলার খলিশাখালী গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
মাদক কারবারি মিন্টু বিশ্বাস খলিশাখালী গ্রামের রূহিদাস বিশ্বাসের ছেলে। চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম কামরুজ্জামান খান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মিন্টু বিশ্বাসের খলিশাখালী গ্রামের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মিন্টু বিশ্বাসের খাটের নিচে বস্তায় কসটেপ দিয়ে মোড়ানো ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় চিতলমারী থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।বিডি প্রতিদিন/এমআই