শিরোনাম
২২ মে, ২০২৩ ২২:০৪

নাটোরে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নাটোর প্রতিনিধি

নাটোরে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নাটোরে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বিএনপির রাজশাহীর সমাবেশ থেকে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে নাটোরে সোমবার বিকেলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ। শহরের কান্দিভিটুয়া দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নাটোর প্রেসক্লাবের সামনে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান, সহ-সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক সৈয়দ মোর্তজা আলী বাবলু, অ্যাডভোকেট আব্দুল মালেক শেখ, সাংগঠনিক সম্পাদক ইমরান সোনার, জেলা মহিলা লীগের সভাপতি রত্না আহমেদ এমপি, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন বিপ্লব, জেলা ছাত্রলীগের সভাপতি ফরহাদ বিন আজিজ ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শাহিন প্রমুখ।

বক্তারা অবিলম্বে বিএনপির রাজশাহীর সমাবেশ থেকে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতা আবু সাঈদ চাঁদকে গ্রেফতারের দাবি জানান।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর