কালবৈশাখী ঝড়ে দিনাজপুরের খানসামায় বিধ্বস্ত হয়েছে অর্ধশতাধিক ঘর-বাড়ি ও উপড়ে পড়েছে গাছপালা। এতে ক্ষতিগ্রস্থ হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানও। অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগও সাময়িক বিচ্ছিন্ন হয়।
সোমবার দিবাগত ভোর রাত ৪টার দিকে এই কালবৈশাখী ঝড় বয়ে যায়। বৃষ্টির সাথে ঝড়ো হাওয়া ও বজ্রপাত হয়। মঙ্গলবার দুপুরেও আবারও এই কালবৈশাখী ঝড় বয়ে যায়।
মঙ্গলবার দুপুরে খানসামার আরাজী যুগীরঘোাপা গ্রামে দেখা যায়, আকতারুল নামে এক ব্যক্তির ইটের দেওয়ালে গাছ উপড়ে পড়ে ভেঙে যায়।এতে পানির ট্যাংক ও সেফটি ট্যাংকও ভেঙে যায়।তবে হতাহতের ঘটনা ঘটেনি। এছাড়াও খানসামার হাসিমপুর, ছাতিয়ানগড় এলাকাও ক্ষতিগ্রস্থ হয়। ক্ষতিগ্রস্থ এলাকায় বিদ্যুৎ সংযোগ সচল ও যানবাহন চলাচল স্বাভাবিক করতে কাজ করছে বিদ্যুৎ বিভাগ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা।গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন বলেন, খানসামা উপজেলা প্রশাসনকে অবগত করার জন্য ক্ষতিগ্রস্থ ব্যক্তি ও প্রতিষ্ঠানের তালিকা তৈরীতে ইউনিয়ন পরিষদ কাজ করছে। এই তালিকা অনুযায়ী ক্ষতিগ্রস্থদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হবে।
বিডি প্রতিদিন/এএম