চাচার সাথে কংশ নদীতে মাছ ধরতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না ভাতিজা আবু সাঈদের (৫)। হঠাৎ নদীতে পড়ে তলিয়ে যায় সে। ময়মনসিংহের ফুলপুর উপজেলার বালিয়া ইউনিয়নের মইশাউন্দা গ্রামে সোমবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। আবু সাঈদ ওই গ্রামের মোড়ল বাড়ির সুবেল মিয়ার পুত্র। জানা যায়, চাচা লিমন কংশ নদীতে মাছ ধরতে গেলে আবু সাঈদ তার সাথে যায়। পরে মাছ ধরার সময় হঠাৎ আবু সাঈদ নদীতে পড়ে যায় কিন্তু চাচা লিমন তা টের পাননি।
পরে অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে প্রথমে ফুলপুর ফায়ার সার্ভিস ও পরে ময়মনসিংহ ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। সেখান থেকে অভিজ্ঞ ডুবুরীদল এসে অনুসন্ধান চালায় কিন্তু কোথাও খোঁজে পাওয়া যায়নি তাকে। অবশেষে ডুবুরীদল ব্যর্থ হয়ে সন্ধ্যায় স্থগিত ঘোষণা করে তাদের অভিযান। পরে আজ মঙ্গলবার মইশাউন্দা ডোবা থেকে প্রায় দেড় কিলোমিটার ভাটিতে কাতু বাবুর ডোবা সংলগ্ন মাছ ধরতে যাওয়া তারা মিয়ার জালে আটকা পড়ে শিশু আবু সাঈদের মরদেহ। এ বিষয়ে ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুনের নিকট জানতে চাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, এটি খুবই করুণ একটি ঘটনা। শিশুদের প্রতি আমাদের সবসময় সজাগ দৃষ্টি রাখা উচিৎ। ওদেরকে চোখের আড়াল হতে দেওয়া যাবে না।
বিডি প্রতিদিন/এএ