২৪ মে, ২০২৩ ১৪:৪২

চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ আটক ২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ আটক ২

আটক ব্যক্তিরা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দুই কেজি গাঁজাসহ দুজনকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে শিবগঞ্জ থানাধীন কানসাট গোপাল নগর মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন-জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের উপচাকপাড়া গ্রামের এনামুল হকের ছেলে আল আমিন ও নুরুল ইসলামের ছেলে মনিরুল ইসলাম।

র‌্যাব জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে জেলার শিবগঞ্জ থানাধীন কানসাট গোপাল নগর মোড় এলাকায় চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম মাদক বিরোধী অভিযান চালান। এসময় তাদের আটক করা হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর