বিএনপির জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদের বিরুদ্ধে শেরপুরে মামলা করা হয়েছে। বুধবার দুপুরে আদালতে শেরপুর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল বাদী হয়ে এ মামলা করেন।
মঙ্গলবার একই অভিযোগে চাঁদের বিরুদ্ধে মামলা করেন শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু। আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলামের এজলাসে উৎপল সশরীরে উপস্থিত হয়ে এই অভিযোগ করেছেন।
মামলায় আসামি করা হয়েছে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদকে। এছাড়া বাদীকে প্রাণনাশের হুমকির জন্য শেরপুরের অজ্ঞাতনামা আরও ১০/১২ জনকে অভিযুক্ত করা হয়েছে।মামলার পর এক প্রেস ব্রিফিংয়ে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও আদালতের পিপি অ্যাডভোকেট চন্দন কুমার পাল জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকি দেওয়ায় চাঁদকে আইনের আওতায় এনে দ্রুত তাকে শাস্তি দেওয়া হোক। আর অজ্ঞাতনামাদের খুঁজে আইনের আওতায় আনা হোক। পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য আদালত শেরপুর সদর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
বিডি প্রতিদিন/এমআই