২৪ মে, ২০২৩ ১৬:৩০

গোপালগঞ্জে শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজে লার্নিং এন্ড আর্নিং কোর্স শুরু

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজে লার্নিং এন্ড আর্নিং কোর্স শুরু

শেখ হাসিনার নেতৃত্বে "আমরা হবো জয়ী, আমরা দুর্বার, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আইসিটি হবে হাতিয়ার" এই স্লোগানে গোপালগঞ্জের শেখ ফজিলাতুন্নেছা সরকারি মহিলা কলেজে "লার্নিং অ্যান্ড আর্নিং" প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। 

কলেজের অধ্যক্ষ সেখ বেনজির আহমেদ মঙ্গলবার দুপুরে কর্মসূচির উদ্বোধন করেন। কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক লিটন বাড়ৈ এর সভাপতিত্বে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শেখ মোঃ রুহুল আমীন, কলেজের শিক্ষক সমিতির সম্পাদক পিনাকী রঞ্জণ দাস, সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না বক্তব্য রাখেন।
কলেজের অধ্যক্ষ সেখ বেনজির আহমেদ বলেন, এই কর্মসূচির আওতায় প্রতি ব্যাচে ৪০ জনকে ২০ দিন করে প্রশিক্ষণ দেয়া হবে। সারা বছর কর্মসূচি চলমান থাকবে বলেও জানান তিনি।

অর্থনীতি ও আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ নূর হোসেন  জানান, এই প্রোগ্রামের আওতায় কম্পিউটার বেইজড আইসিটি প্রশিক্ষণ দেয়া হবে। সেখানে প্রত্যেক শিক্ষার্থী এম.এস ওয়ার্ড ও পাওয়ার পয়েন্ট, ওয়েব ডিজাইনিং, গ্রাফিক্স ডিজাইন এবং ডিজিটাল মার্কেটিং এর উপর প্রশিক্ষণ পাবে।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর