আন্দোলনের নামে সারা দেশে বিএনপি-জামায়াতের সন্ত্রাসের প্রতিবাদ সুনামগঞ্জে প্রতিবাদ সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ।
শুক্রবার দুপুরে শহরের রমিজ বিপণিস্থ দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল হুদা মুকুট, সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ পৌর সভার মেয়র নাদের বখত প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, আন্দোলনের নামে সারা দেশে জামায়াত-বিএনপির সন্ত্রাসের জবাব রাজপথে দেওয়া হবে। আগুন সন্ত্রাসীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। জনগণকে সঙ্গে নিয়ে তাদের মোকাবিলা করবে আওয়ামী লীগ।বিডিপ্রতিদিন/কবিরুল