২৬ মে, ২০২৩ ২১:১৬

প্রধানমন্ত্রীকে হুমকির প্রতিবাদে যশোর জেলা আওয়ামী লীগের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, যশোর


প্রধানমন্ত্রীকে হুমকির প্রতিবাদে যশোর 
জেলা আওয়ামী লীগের বিক্ষোভ

শুক্রবার বিকেলে শহরের টাউন হল ময়দানে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে জেলা আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন তারা। 

সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, যশোর-৬ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বক্তব্য রাখেন। সমাবেশ শেষে সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে বাঁশের লাঠি হাতে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। 

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর