ফরিদপুরের চরভদ্রাসনে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল দশটার দিকে চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলার চৌদ্দটি বিদ্যালয়ের শিক্ষক ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতিরা এ প্রশিক্ষণ গ্রহণ করেন।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পারফরম্যান্স বেজড সেকেন্ডারি ইন্সটিটিউশনস (পিবিজিএসআই) প্রকল্পের আওতায় মোট একশত জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কাউছার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ম্যামিক শিক্ষা কর্মকর্তা বিষ্ণু পদ ঘোষাল, উপজেলা ভাইস চেয়ারম্যান মোতালেব হোসেন মোল্যা, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ জাহাঙ্গীর।
বিডি প্রতিদিন/হিমেল