কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কমান্ডার পর্যায়ে বিজিবি-বিএসএফ’র মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার কুড়িগ্রামের বিজিবি-২২ ব্যাটালিয়নের সোনাহাট বিওপির আওতায় সীমান্ত পিলার ১০০৮ এর নিকট ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধুবরী সেক্টর এর মধ্যে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
এসময় বিজিবির ২৩ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে দেন রংপুর সেক্টর কমান্ডার কর্নেল মো. ইয়াছির জাহান হোসেন এবং ভারতের পক্ষে ২২ সদস্যের নেতৃত্ব দেন ভারতের ধুবরী সেক্টরের ডিআইজি শ্রী আশুতোষ কুমার। অন্যান্যের মধ্যে বিজিবি এর পক্ষে কুড়িগ্রাম-২২ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল আব্দুল মোত্তাকিম, লালমনিরহাট-১৫ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল মোয়াজ্জেম হোসেনসহ অন্যান্য স্টাফ অফিসারগণ ও সংশ্লিষ্ট এলাকার কোম্পানী কমান্ডারগণ উপস্থিত ছিলেন।
পতাকা বৈঠকে বিজিবি-বিএসএফ এর মধ্যে দুদেশের শান্তি শৃঙ্খলা রক্ষাসহ নজরদারী বৃদ্ধি করা, গরু ও মাদক চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ, বর্ডার গার্ড বাংলাদেশ এর জিরো টলারেন্স নীতির সমর্থনে মাদক পাচার বন্ধ করা এবং আন্তঃসীমান্ত অপরাধ হ্রাস করার বিষয়ে ফলপ্রসু আলোচনা করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল