৩১ মে, ২০২৩ ১৩:১৮

কালিয়াকৈরে শ্রমিক নিখোঁজের ঘটনায় বিক্ষোভ

কালিয়াকৈর প্রতিনিধি

কালিয়াকৈরে শ্রমিক নিখোঁজের ঘটনায় বিক্ষোভ

গাজীপুরের কালিয়াকৈরে নিশ্চিন্তপুর এলাকার শ্রমিক নিখোঁজরে ঘটনায় একটি কারখানার বিক্ষোভ করেছেন সহকর্মীরা। বুধবার সকালে এ ঘটনা ঘটে। 

পুলিশ ও কারখানার শ্রমিক সূত্রে জানা গেছে, উপজেলার নিশ্চিন্তপুর এলাকার ওই কারখানায় গত মাসে শ্রমিক ছাঁটাই করে কর্তৃপক্ষ। পরে কারখানার সাথে কথা বলে পুনরায় শ্রমিকদের চাকরি ফেরত দেন আমিন খান। এরই সূত্র ধরে কারখানা কর্তৃপক্ষ তার ওপর বিভিন্ন সময়ে পুলিশ দিয়ে হয়রানি করে আসছিল বলে অভিযোগ। গতকাল ওই কারখানার শ্রমিক আমিন খান নিখোঁজ হয়। খবরটি কারখানায় শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়লে আজ সকালে কারখানার শ্রমিকরা কাজ না করে  বিক্ষোভ করে। পরে পুলিশ শ্রমিককে খুঁজে বের করার আশ্বাস দিলে তারা চলে যান। ওই কারখানা আজকের জন্য ছুটি ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ। 

স্ত্রী সুমনা আক্তার বলেন, আমার স্বামী কারখানা থেকে গতকাল বাসায় ফিরেনি, কোথাও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার স্বামীকে আমি ফেরত চাই।

শিল্প পুলিশের কালিয়াকৈর জোনের ওসি নিতাই চন্দ্র সরকার জানান, শ্রমিক নিখোঁজ ঘটনায় শ্রমিক বিক্ষোভ হয়েছে। তবে শ্রমিদের বুঝিয়ে শান্ত করা হয়েছে।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর