১ জুন, ২০২৩ ১৬:০৭

বিশ্বনাথে কন্দাল ফসল উন্নয়নে মাঠ দিবস অনুষ্ঠিত

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

বিশ্বনাথে কন্দাল
ফসল উন্নয়নে মাঠ
দিবস অনুষ্ঠিত

সিলেটের বিশ্বনাথে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের (২০২২-২০) আওতায় সিলেটের বিশ্বনাথে কৃষকদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার দশঘর ইউনিয়নের সমের্মদান গ্রামের সফল কৃষি উদ্যোক্তা লুৎফুর রহমানের বাড়িতে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ব্যবস্থাপনায় এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

কৃষি উদ্যোক্তা লুৎফুর রহমানের চাষ করা কন্দাল ফসল ‘লতা আলু’র সফল চাষের
উপর অনুষ্ঠিত মাঠ দিবসে কর্মকর্তারা এটি চাষাবাদে স্থানীয় কৃষকদের উৎসাহিত করেন। সেই সাথে ক্যান্সার প্রতিরোধী এ আলুর পুষ্টিগুণ নিয়ে ব্যাপক আলোচনা করেন।

মাঠ দিবসে উপজেলা কৃষি কর্মকর্তার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (হর্টিকালচার) দেবল সরকার। বিশ্বনাথ কৃষি অফিসের সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাকারিয়া হাবিবেব সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রকিবুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিনের বিশ্বনাথ প্রতিনিধি সাইফুল ইসলাম বেগ, বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার জয়ী কৃষক জাবের হোসেন।

এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ কৃষি অফিসের সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাকারিয়া আহমদ, স্থানীয় কৃষক আবদুল আলী, জুবের আহমদ, ইউসুফ আলী, শফিকুর রহমান, তৈয়ব আলী, শাফিয়া বেগম, কৃষাণী শাফিয়া বেগম, হুসনা বেগম, নুরুন নেছা, সুমি বেগম প্রমুখ।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর