১ জুন, ২০২৩ ১৭:৪০

কুলাউড়া পৌরসভার প্রাক-বাজেট আলোচনা সভা অনুষ্ঠিত

মৌলভীবাজার প্রতিনিধি

কুলাউড়া পৌরসভার প্রাক-বাজেট আলোচনা সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার ২০২২-২০২৩ অর্থবছরের সংশোধিত এবং ২০২৩-২০২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে প্রাক-বাজেট আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পৌরসভা মিলনায়তনে আয়োজিত সভায় বিভিন্ন শ্রেণিপেশার পৌরবাসীরা পরামর্শমূলক বক্তব্য রাখেন।

পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদের সভাপতিত্বে সভায় মেয়র সংশোধিত, প্রস্তাবিত রাজস্ব ও উন্নয়নসহ ৯১ কোটি ৩৩ লক্ষাধিক টাকার বাজেটের স্বাগত বক্তব্যে বলেন, পৌরবাসীর কাঙ্খিত উন্নয়ন পেতে হলে নিয়মিতভাবে ট্যাক্স পরিশোধ করতে হবে। তিনি সকলের মতামতের ভিত্তিতে পৌরবাসীর কাঙ্খিত উন্নয়ন বাস্তবায়নে সর্বশ্রেণি ও পেশাজীবিদের সহযোগিতা কামনা করেন।

প্রস্তাবিত বাজেট নিয়ে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাও. ফজলুল হক খাঁন শাহেদ, কুলাউড়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, আইডিইবি কুলাউড়া উপজেলা শাখার সভাপতি প্রকৌশলী মো. কামরুজ্জামান প্রমুখ। এছাড়া সভায় পৌরসভার কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যম কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর