জামালপুরের মেলান্দহ উপজেলায় প্রাইভেটকারের ধাক্কায় ব্যাটারি চালিত ইজিবাইকের চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে ৬ জন। শনিবার বিকালে উপজেলার মালঞ্চ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ইজিবাইক চালক শাহীন(৩৪) মেলান্দহ উপজেলার নয়ানগর ইউনিয়নের বানিপাকুরিয়া গ্রামের বুচা সেকের ছেলে।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: দেলোয়ার হোসেন জানান, শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে দ্রুতগতির একটি প্রাইভেটকার জামালপুর আসার পথে মেলান্দহ উপজেলার মাঞ্চল এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে ব্যাটারি চালিত দুটি ইজিবাইকে পেছন থেকে ধাক্কায় দেয়। এ সময় শাহীন নামে এক ইজিবাইক চালকের ঘটনাস্থলেই মৃত্যু হয়।এ সময় ইজিবাইকে থাকা ৬ যাত্রী গুলেছা(৪৫), রেজাউল(৫০), ছন্দা(২৮), নরুল(৫২), রানা সরদার(৩৫) ও রুমাইছা(২) আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এদের মধ্যে রানা সরদারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম