৪ জুন, ২০২৩ ২১:৫৭

গাজীপুরে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন

‘বিদ্যুৎ ও পানির অপচয় রোধ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। রবিবার গাজীপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজ চত্বরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ড. মুহম্মদ জাফর ইকবাল।

গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোছাম্মৎ হাসিনা আক্তার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির প্রভাষক সুমন সাহা প্রমুখ।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এখানে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড চূড়ান্ত বাছাই কার্যক্রম সম্পন্ন করা হবে। 

শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল বলেন, পরীক্ষায় ভালো নম্বর পাওয়া ভালো লেখাপড়া নয়। তার চেয়ে বেশি জরুরী হলো শেখার ক্ষমতা অর্জন করা। 

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর