৫ জুন, ২০২৩ ১৭:১৯

নওগাঁয় পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁয় পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস

“সকলে মিলে করি পণ, বন্ধ হবে প্লাষ্টিক দূষণ” এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁর মহাদেবপুরের রাইগাঁ ইউনিয়ন পরিষদে পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সোমবার সকালে গাছ রোপনের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করার উদ্দেশ্যে দল-মত নির্বিশেষে সমাজের সকল শ্রেনি পেশার মানুষ একত্রিত হয়ে এক বর্নাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়। 

র‌্যালীটি ইউনিয়ন পরিষদ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে মাতাজীহাট বাজারে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আরিফুর রহমান। এ সময় পরিষদের সকল সদস্য-সদস্যা, পরিষদের সচিব, সকল প্রতিষ্ঠানের প্রধান, চিকিৎসক, ব্যবসায়ী, সমাজসেবী, পরিবশকর্মী, বিভিন্ন দলের রাজনৈতিক নেতাকর্মী, শ্রমজীবী মানুষ, পরিচ্ছন্নকর্মী উপস্থিত ছিলেন। 
র‌্যালী শেষে মাতাজীহাট বাজারে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন কুড়াইল স্কুলের প্রধান শিক্ষিকা ডেইজী বেগম, বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দীন, ডাঃ হাফিজ উদ্দীন, মাতাজিহাট বিএম কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান, শেরপুর দাখিল মাদরাসার সুপার আবুল কালাম আজাদ, ফতেপুর মাদ্রাসার সুপার নজরুল ইসলাম, ইউনিয়ন পরিষদের সচিব শাহ আলমসহ ইউনিয়নের সকল বিদ্যালয়ের প্রধানগণ। শেষে পরিষদ বৃক্ষরোপণ করা হয় এবং পরিস্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করা হয়।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর