বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সিরাজগঞ্জের রায়গঞ্জে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে পরিবেশবাদী সংগঠন স্বাধীন জীবন-এর উদ্যোগে ধানগড়া সদর মহিলা ডিগ্রি কলেজে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলোচনা সভায় বক্তব্য রাখেন কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মো. ফরিদুল ইসলাম, সংগঠনের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক মো. আব্দুর রাজ্জাক নাছিম, শিক্ষার্থী মহুয়া সাহা, রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি কে. এম. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোনায়েম খান ও রায়গঞ্জ উপজেলা বন কর্মকর্তা দেওয়ান শহিদুজ্জামান।
আলোচনা শেষে শিক্ষার্থীদের হাতে ১৫ প্রজাতির শতাধিক ফলদ, ঔষধী, বনজ ও ফুলের গাছ উপহার হিসাবে দেওয়া হয়।
অন্যদিকে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর জেলা কমিটির আয়োজনে সকাল ১১টারয় শহীদ এম.মনসুর আলী অডিটোরিয়ামে ‘অসচেতনতাই পরিবেশ দুষনের মুল কারন’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল