কক্সবাজারের চকরিয়ায় উপজেলার খুটাখালী ইউনিয়নের ফুলছড়ি বনবিটের রিজার্ভ বনভূমির জঙ্গল থেকে অজ্ঞাত এক বৃদ্ধের পচা লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড তমব্রু এলাকায় লাশটি দেখতে পায়। পরে থানা পুলিশকে খবর দেওয়া হয়।
স্থানীয়রা জানান, সকালে ৯টার দিকে এক নারী ছাগল নিয়ে যাওয়ার সময় জঙ্গলের ভেতরে এক ব্যক্তির লাশ দেখতে পায়। পরে ঘটনাটি স্থানীয় লোকজনকে জানানো হয়। লাশ দেখে মনে হয় দুই-তিনদিন আগে ওই ব্যক্তি মারা গেছে। শরীরে পচন ধরেছে। তার আনুমানিক বয়স ৬০ হতে পারে।
এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, বিষয়টি আমি এখনো জানি না। খোঁজ নেওয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/এমআই