কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে দেশে অসহনীয় লোডশেডিংয়ের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে অবস্থান কর্মসূচি করেছে জেলা বিএনপি।
বৃহস্পতিবার (০৮ জুন) দুপুরে জেলা বিএনপির আয়োজনে ঠাকুরগাঁও বিদ্যুৎ অফিসের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।
কর্মসূচীতে জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে এই অবস্থান কর্মসূচি পালন করে।
জেলা বিএনপির সহ-সভাপতি নুর করিমের সভাপতিত্বে এসময় বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক আনছারুল ইসলাম,দপ্তর সম্পাদক মামুনুর রশিদ, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ,জেলা যুবদলের সভাপতি আবু নুর, সেচ্ছাসেবক দলের সভাপতি নুরু প্রমূখ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ