শরীয়তপুর সদর উপজেলার দেওভোগ গ্রামে আঃ সাত্তার ফকিরকে (৫৫) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। জমি সংক্রান্ত বিরোধের জেরে তাকে হত্যা করা হয় বলে অভিযোগ করছেন স্বজনরা।
শুক্রবার দিবাগত রাত ১২ টার দিকে সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের দেওভোগ এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত সাত্তার ফকির সদর উপজেলার দেওভোগ গ্রামের মৃত ইনাজ উদ্দিন ফকিরের ছেলে।
পালং থানা পুলিশ, স্বজন ও এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে ওই এলাকার সাত্তার ফকির ও তার সৎ ভাই কামাল ফকিরের সাথে জমি জমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। তারই জের ধরে শুক্রবার সন্ধ্যায় দুই পক্ষে বাকবিতণ্ডায় জড়ায়। রাত সাড়ে ১১ টার দিকে সাত্তার ফকির প্রকৃতির ডাকে সাড়া দিতে বের হলে ওঁৎ পেতে থাকা কামাল ফকিরের ছেলে এসকেন, আরিফ, কামালসহ আরও ৭-৮ জন সাত্তার ফকিরের উপরে হামলা চালায়। এ সময়ে তাকে কিলঘুষি ও লাঠি দিয়ে পেটা করলে মাথায় আঘাত ও সারা শরীরে জখমের সৃষ্টি হয়। সেখানেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তার স্বজনরা সাত্তারকে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
এ ঘটনায় গতকাল রাতে নিহতের স্ত্রী সালমা বেগম বাদী হয়ে ১৩ জনকে আসামি করে পালং মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
বিডি প্রতিদিন/নাজমুল