ঈদে মহাসড়কে কোন প্রকার ফিটনেসবিহীন যানবাহন চলাচল করতে পারবে না। ফিটনেসবিহীন যানবাহন মহাসড়কে দেখা গেলেই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে। ইতিমধ্যে প্রায় ২৫ হাজার মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জের হাটিকুমরুল গোল চত্বর মহাসড়ক এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন হাইওয়ে পুলিশ প্রধান মোঃ শাহাবুদ্দিন খান।
এর আগে দুপুরে তিনি ঢাকা-বগুড়া মহাসড়ক পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল, হাইওযয়ে পুলিশের উপ মহা পরিদর্শক মোজাম্মেল হোসেন, হাইওয়ে বগুড়া রিজিওনের পুলিশ সুপার আহসান হাবীব, পিবিআই এর পুলিশ সুপার রেজাউল করিম, হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন