বরিশালের উজিরপুরে পিকনিকের জন্য লাকড়ি সংগ্রহ করতে গিয়ে দেয়াল ধসে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ওই উপজেলার বামরাইল ইউনিয়নের কাজিরা আনন্দ বাজারে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই এলাকায় মাসুম মোল্লার নির্মাণাধীন দেয়ালের উপর দাঁড়িয়ে দুপুর দেড়টায় মালেক তালুকদারের ছেলে সামির তালুকদার (১০) পিকনিকের জন্য গাছের শুকনো ডাল সংগ্রহ করছিলো। এ সময় দেয়াল ধসে পড়ে সে গুরুতর আহত হয়। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে তাকে উজিরপুর উপজেরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উজিরপুর থানা পুলিশ জানায়, সামির তালুকদার স্থানীয় একটি মাদ্রাসায় ২য় শ্রেণির ছাত্র। তার সহপাঠীদের নিয়ে বনভোজনের আয়োজন করেছিল সে। রান্না করার লাকরি সংগ্রহ করতে গিয়ে দেয়াল ধসে পড়ে তার মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় কোন অভিযোগ আসেনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বিডি প্রতিদিন/এএম