পৃথিবীতে সবচেয়ে বেশি প্রতিরোধযোগ্য মৃত্যু ঘটে তামাকজাত দ্রব্য ব্যবহারের ফলে। বিশ্বস্বাস্থ্য সংস্থার ২০০৪ সালের একটি গবেষণায় দেখা যায় প্রতিবছর বাংলাদেশে ১২ লাখ মানুষ তামাক ব্যবহারজনিত প্রধান আটটি রোগে আক্রান্ত হয়। এর ফলে রোগীর চিকিৎসা, অকাল মৃত্যু, পঙ্গুত্বের কারণে বছরে প্রায় ৫ হাজার কোটি টাকার ক্ষতি হয়, যা আমাদের দেশের অর্থনীতিতে অতিরিক্ত চাপ সৃষ্টি করছে।
বৃহস্পতিবার সকালে ‘তামাক নিয়ন্ত্রন আইন বাস্তবায়নে জেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রন আইন বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালায় এ তথ্য জানানা হয়।
জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সভাকক্ষে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হোসেন আলী খোন্দকার। মূল প্রথন্ধ উপস্থাপন করেন গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: হুমায়ুন কবির। সুপারিশমালা উপস্থাপন ও বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মো: খায়রুজ্জামান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মো: ইব্রাহীম খান, গাজীপুর সিটি করপোরেশনের আঞ্চলিক কর্মকর্তা ও নিবাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা শাহরীন মাধবী, নিবাহী ম্যাজিস্ট্রেট ওয়াদিয়া শাবাব প্রমুখ।
বিডি প্রতিদিন/এএম