নাশকতা মামলায় দীর্ঘ ৪৭ দিন কারাভোগের পর জামিনে মুক্তির পর সাতক্ষীরা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছয় বারের নির্বাচিত আলিপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ সরদারকে আবারও গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার রাত ৮টার দিকে সাতক্ষীরা জেলা কারাগারের প্রধান ফটক থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
সারারাত ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের পর রাতে তাকে কালিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার দুপুরে কালিগঞ্জ থানায় নাশকতার একটি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করে কালিগঞ্জ থানা পুলিশ।
এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং তার বিরুদ্ধে দায়েরকৃত সকল বানোয়াট অসত্য মামলা থেকে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সহ-দপ্তর সম্পাদক মো. তাইফুল ইসিলাম টিপু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।
এর আগে ৬ মে সাতক্ষীরা সদর থানায় দায়ের করা একটি নাশকতা মামলায় তাকে শহরের উপকণ্ঠে অবস্থিত সোনালী সুপার মার্কেটের নিজস্ব অফিস থেকে গ্রেফতার করা হয়। সম্প্রতি তার বিরুদ্ধে ৫টি নাশকতা মামলা দায়ের করে পুলিশ। সকল মামলায় জামিনে মুক্তির পর বুুধবার আবারও সাতক্ষীরা জেলগেট থেকে গ্রেফতার হন বিএনপি নেতা আব্দুর রউফ সর্দার।
বিডিপ্রতিদিন/কবিরুল